রবিবার ৪ আগস্ট ২০২৪ - ১২:৪২
ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার দৃশ্য

হাওজা / হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছুড়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন কাতিউশা রকেট ছুড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে বেইর হিল্লেল শহরকে লক্ষ্য এ হামলা চালানো হয়েছে বলে রোববার (৪ আগস্ট) দাবি করে হিজবুল্লাহ। খবর এএফপির।

তবে এই হামলায় কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে-তা নিয়ে বরাবরের মতই কোনো মন্তব্য করেনি ইহুদিবাদী দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শুকুরকে হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা চলছে।

দুই শীর্ষ নেতাকে হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান, হামাস ও হিজবুল্লাহ। সেইসঙ্গে কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দেয় তারা। এরপরেই ইসরায়েলে হামলা হলো।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha